ইনটারনেট ফেজবুক অথবা মিডিয়া জগৎ দেখে যা বুঝলাম সেটা হল মুসলমানদের যারা নানা ভাবে অত্যাচার করে কষ্ট দেয় অথবা ইসলাম নিয়ে যারা ব্যাঙ্গ করে তারা দুনিয়ার জমিনে অল্প সময়ই হিট হয়ে যায় আর তাদের ই দেয়া হয় শান্তির পুরুস্কার মানে নোবেল কি বুঝলে উদাহারণ যেমন সুধের ব্যবসা করে ডঃ ইউনুস পেয়েছে নোবেল মুসলমানদের অত্যাচার করে সুচি পেয়েছে নোবেল আচ্ছা শান্তির জন্যই যদি নোবেল হয় তাহলে শান্তিতো ইসলামে মুসলমানরা না পেয়ে ইহুদিরা কেন পায় জানিনা জানতে চাওয়া এই প্রশ্নের উত্তড় কে দেবে আমায় আমি অপক্ষ্যায় থাকবো
No comments:
Post a Comment
ভাল একটি মন্তব্য করার জন্য শুকরিয়া