Friday, September 15, 2017

হায়রে নিরবতা এ কেমন আমাদের মানবতা আমরা মুসলিম মুসলমান এমন তো হওয়ার ছিলোনা যেই দেশে একটা ব্রিজের জন্য মোবাইল কম্পানী টাকা কেটে নেয় যেই দেশে বিপিএল খেলার মনরঞ্জ এর জন্য করা হয় কটি টাকা খরচ আর সেই দেশে কিছু মুসলমান যাদের নাম রহিজ্ঞা না খেয়ে রাস্তার দু পাশে পরে আছে অথচ এই দেশেই আছে এমন বড় বড় কম্পানী যারা চাইলেই হয়ে যায় এই মানুষ গুলোর একটা ভাল ব্যবস্থা আজ কোথায় গ্রামীনফোন  এয়ারটেল রবি টেলিটক বাংলালিংক বৈশাখ মাসে বটতলায় তো বড় বড় কর্নসাট ঠিকই করা হয় আর তাতে এই কম্পানীগুলো ই কটি কটি টাকা খরচ করে তবে এমন বিপদে আজ কেন নয় তোমরা কি মরবে না আল্লাহ যখন প্রশ্ন করবে না খেয়ে বিনা কাপড়ে রাস্তার দু পাশে পড়ে ছিলো কিছু লোক তোমাদের  আমি টাকা পয়সা সবি দিয়েছিলাম তবে কেন তাদের পাশে দাড়াওনি উত্তড় দেওয়ার জন্য প্রস্তুুত থেকো আল্লাহ সবিই দেখছে আমার এই লেখায় আমায় কেউ ভুল বুঝনা এগুলো মেনে নিতে খুব কস্ট হচ্ছে নিরুপায় তাই মনের ঘৃনাটা প্রকাশ করলাম আমার মতো আপনারাও করুন হয়তো এতে কারো মন গলবে আল্লাহ চাইলে কতক্ষন উসিলা না হয় এই লেখাটা ল্লাহ পৃথিবীর সমস্থ মুসলমানদের হেফাযত করুন  আমীন

No comments:

Post a Comment

ভাল একটি মন্তব্য করার জন্য শুকরিয়া