নামাযের মধ্যে সূরা ফাতিহা শেষে আমীন বলা সুন্নাত
চার ইমাম ও অন্যান্য ফিক্হশাস্ত্রবিদগণ এতে একমত । হানাফী মাযাহাবে চুপে চুপে পড়ার নামায হোক অথবা উচ্চস্বরে পড়ার নামায হোক- ইমাম ও মুক্তাদি অথবা একাকী হোক সর্বাবস্থায় ‘আমীন’ চুপে বলতে হবে । এর কতিপয় দলিল লিপিবদ্ধ করা হলোঃ
আনওয়ারুল মুকাল্লেদীন, কৃত ই,ফা,বা, পৃঃ ৪৯
জামে তিরমিযী মুতারজম উর্দূ, ১ম খন্ড, পৃঃ ১৬৯
জামে তিরমিযী মুতারজম উর্দূ, ১ম খন্ড, পৃঃ ১৬৯
ইমাম আহমদ, আবূ ইয়ালা, ইমাম তাবরানী, দারে কুতনী ও হাকিম মুস্তাদরাক নামক কিতাবে বর্ণনা করেছেন যে, হযরত আলকামা (রাঃ) এর পিতা হযরত ওয়াইল (রাঃ) রাসূলে করীমের সাথে নামায আদায় করেছেন । যখন রাসূলে করীম (সঃ) ‘গায়রিল মাগদুবি আ’লাইহিম…’ পর্যন্ত পৌঁছেছেন, তখন তিনি চুপে চুপে আমীন বলতেন ।
আনওয়ারুল মুকাল্লেদীন, কৃত ই,ফা,বা, পৃঃ ৫১
আনওয়ারুল মুকাল্লেদীন, কৃত ই,ফা,বা, পৃঃ ৫১
চার ইমাম ও অন্যান্য ফিক্হশাস্ত্রবিদগণ এতে একমত । হানাফী মাযাহাবে চুপে চুপে পড়ার নামায হোক অথবা উচ্চস্বরে পড়ার নামায হোক- ইমাম ও মুক্তাদি অথবা একাকী হোক সর্বাবস্থায় ‘আমীন’ চুপে বলতে হবে । এর কতিপয় দলিল লিপিবদ্ধ করা হলোঃ
- ১) বুখারী ও তিরমিযীতে বর্ণিত হয়েছেঃ
আনওয়ারুল মুকাল্লেদীন, কৃত ই,ফা,বা, পৃঃ ৪৯
- ২) তিরমিযী শরীফে উল্লেখ হয়েছেঃ
- ৩) উক্ত সাহাবী আরও বর্ননা করেনঃ
জামে তিরমিযী মুতারজম উর্দূ, ১ম খন্ড, পৃঃ ১৬৯
- ৪) তিরমিযীতে আরও উল্লেখ আছেঃ
জামে তিরমিযী মুতারজম উর্দূ, ১ম খন্ড, পৃঃ ১৬৯
ইমাম আহমদ, আবূ ইয়ালা, ইমাম তাবরানী, দারে কুতনী ও হাকিম মুস্তাদরাক নামক কিতাবে বর্ণনা করেছেন যে, হযরত আলকামা (রাঃ) এর পিতা হযরত ওয়াইল (রাঃ) রাসূলে করীমের সাথে নামায আদায় করেছেন । যখন রাসূলে করীম (সঃ) ‘গায়রিল মাগদুবি আ’লাইহিম…’ পর্যন্ত পৌঁছেছেন, তখন তিনি চুপে চুপে আমীন বলতেন ।
- ৫) বুখারীর শরাহ ‘আঈনী’ গ্রন্থে লিখিত আছেঃ
আনওয়ারুল মুকাল্লেদীন, কৃত ই,ফা,বা, পৃঃ ৫১
- ৬) হযরত তাবারানী ‘তাহযীবুল আছার’ গ্রন্থে হযরত আবূ ওয়াইল হতে বর্ণনা করেছেন যে,
আনওয়ারুল মুকাল্লেদীন, কৃত ই,ফা,বা, পৃঃ ৫১
- ৭) তাফসীরে কবীরেঃ
তোমরা তোমাদের প্রতিপালকের নিকিট কাতরভাবে ও চুপে চুপে দোয়া কর ।আর যদি আমীন আল্লাহপাকের একটি নাম হয়, তবে সেটা চুপে চুপে পাঠ করা ওয়াজিব হবে । কেননা, আল্লাহ পাক বলেছেন,
তুমি তোমার প্রতিপালককে, মনে মনে কাতর ও ভীতভাবে ও অনুচ্চস্বরে স্মরণ করো ।আর যদি তা চুপে চুপে পড়া ওয়াজিব না হয়, তবে অন্তঃত পক্ষে সেটা মুস্তাহাব হবে । আমরা এই মত অবলম্বন করি । [2]
- ৮) ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী ও ইমাম ইবনে মাজা হযরত ছামুরা বিন জুনদাব (রাঃ) হতে বর্ণনা করেছেন,
নিশ্চয়ই তিনি (ছামুরা বিন জুনদাব) হযুরত নবী করীম (সঃ) হতে দুটি (অর্থাৎ দুই স্থানে) চুপ থাকবার কথা স্মরণ রেখেছেন । ১ম- যে সময় তিনি তাকবীরে তাহরীমা অন্তে অন্তে চুপে চুপে ‘ছানা’ পড়তেন । ২য়- যখন তিনি সূরা ফাতিহা পড়া শেষ করতেন, তখন ‘আমীন’ চুপে চুপে পড়তেন । হযরত উবাই ইবনে কা’ব (রাঃ) এই হাদিসটিকে সত্যে বলে স্বীকার করেছেন । ইমাম দারেমীও অনুরুপ বর্ণনা করেছেন ।
— তুহফাতুল মুমিনীন, কৃতঃ মাওঃ শামসুদ্দীন মোহনপুরী, পৃঃ ৯৯
- ৯) শাফেয়ী মতাবলম্বী ইমাম তিবি বলেছেন,
হাদীসে সুস্পষ্টরুপে প্রমাণিত হয়েছে যে, হযরত নবী করীম (সাঃ) প্রথমবার ‘ছানা’ পাঠ করার সময় চুপ করতেন এবং দ্বিতীয়বার আমীন চুপে চুপে বলতেন । -(মিরকাত)
তুহফাতুল মুমিনীন, কৃতঃ মাওঃ শামসুদ্দীন মোহনপুরী, পৃঃ ৯৯
- ১০) আবূ দাউদ তায়ালছীতে উল্লেখ আছেঃ
নবী করীম (সাঃ) ফাতিহা শেষ করে চুপে চুপে আমীন পাঠ করতেন ।
— সাইফুল মুকাল্লেদীন, কৃত মাওঃ ইবরাহীম মুহাব্বাতপুরী, পৃঃ ৮৫
- ১১) তাহাবী, ইবনে শাহীম ও ইবনে জরীর তাবারীতে বর্ণিত আছেঃ
হযরত আবূ ওয়াইল বলেনঃ হযরত উমর ও হযরত আলী বিসমিল্লাহ, আউজু ও আমীন চুপে চুপে পাঠ করতেন ।
— সাইফুল মুকাল্লেদীন, কৃত মাওঃ ইবরাহীম মুহাব্বাতপুরী, পৃঃ ৮৫
- ১২) নিশ্চয়ই নবী করীম (সাঃ) সূরা ফাতিহা শেষ করে চুপে চুপে আমীন পড়েছিলেন । [3]
No comments:
Post a Comment
ভাল একটি মন্তব্য করার জন্য শুকরিয়া